সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলকে কক্সবাজার-৩ সদর–রামু–ঈদগাঁও আসনের
বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করায় কক্সবাজারের ঈদগাঁওয়ে শোকরানা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত শোকরানা সভায় আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া জানিয়ে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।
শুকরানা সভায় উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা শ্রমিক দল সভাপতি মোক্তার আহমদ, উপজেলা যুবদলের কামাল হোসেন, বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের জিয়াবুল হকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে তাৎক্ষণিক লুৎফুর রহমান কাজল নেতাকর্মীদের আনন্দ মিছিল, বাদ্য বাজনা, মিষ্টি বিতরণ সহ কোন প্রকার আনন্দ উল্লাস না করার জন্য অনুরোধ জানিয়েছেন।
এসময় তিনি বলেন, দলের সর্বস্তরের ও আমাদের নির্বাচনী এলাকার জনগণকে সাথে নিয়ে এই আসনটি দলকে উপহার দেয়ার লক্ষ্যে সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব ও মতনৈক্য ভুলে গিয়ে হাতে হাত রেখে কাধে কাধ রেখে- দেশ ও জাতির স্বার্থে চূড়ান্ত বিজয়ের জন্য মন প্রাণ দিয়ে কাজ করার জন্য সবিনয়ে অনুরোধ জানান।

