| Your Ads Here 100x100 |
|---|
দেশের জনগণের মতোই সেনাবাহিনীও সরকারের ঘোষিত রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলেই সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
“১৫ মাস ধরে মাঠে আছি, প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে”
লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন,
“আপনারা জানেন, শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব হলো যুদ্ধের প্রস্তুতি নেওয়া। কিন্তু আমরা গত ১৫ মাস ধরে মাঠে রয়েছি। নির্বাচনের পর হয়তো আরও কিছুদিন থাকতে হবে। এতে সেনাবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে প্রভাব পড়ছে।”
তিনি আরও জানান, সেনাবাহিনী যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে, এমন পরিস্থিতি অতীতে সচরাচর দেখা যায়নি।সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্কবার্তা
সোশ্যাল মিডিয়ায় সেনাবাহিনীর নেতৃত্ব নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা সম্পর্কে তিনি কড়া অবস্থান জানান।
“কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই—সেনাবাহিনী প্রধান এবং সিনিয়র নেতৃত্বের প্রতি বাহিনীর প্রতিটি সদস্য অনুগত।”
তিনি আরও বলেন,
“মিথ্যাকে সত্য দিয়েই প্রমাণ করতে হয়। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বিভ্রান্তিমূলক তথ্যের বিরুদ্ধে আমরা তথ্যনির্ভর জবাব দেব।”

