- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
ঢাকা, ৫ নভেম্বর — বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনীতিক রেজা কিবরিয়া যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তার।
বুধবার (৫ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে রেজা কিবরিয়া বলেন,
“আমি ইতিমধ্যেই বিএনপিতে যোগদান করেছি এবং প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছি। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগ দেব।”
তিনি আরও জানান,
“২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে অংশ নিয়েছিলাম। এবারও একই প্রতীকে হবিগঞ্জ-১ আসনে নির্বাচনে অংশ নেওয়ার আশা করছি।”

