24 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

বিএনপিতে যোগ দিয়ে যা বললেন রেজা কিবরিয়া

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ঢাকা, ৫ নভেম্বর — বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনীতিক রেজা কিবরিয়া যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তার।
বুধবার (৫ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে রেজা কিবরিয়া বলেন,

“আমি ইতিমধ্যেই বিএনপিতে যোগদান করেছি এবং প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছি। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগ দেব।”

তিনি আরও জানান,

“২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে অংশ নিয়েছিলাম। এবারও একই প্রতীকে হবিগঞ্জ-১ আসনে নির্বাচনে অংশ নেওয়ার আশা করছি।”

রাজনৈতিক পথচলা
রেজা কিবরিয়া এর আগে গণফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন।
পরবর্তীতে তিনি গণ অধিকার পরিষদে আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
অর্থনীতিবিদ হিসেবে রেজা কিবরিয়া আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত; তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার পুত্
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...