- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
অদ্ভুত এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গাইবান্ধায়। জমি নিয়ে বিরোধের জেরে নিজের ছোট ভাইয়ের সঙ্গে প্রকাশ্যে মারামারি করার ঘোষণা দিয়ে রিকশা মাইক ভাড়া করে পুরো গ্রামে প্রচার করেছেন এক বৃদ্ধ!
ঘটনাটি ঘটেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বৈরীহরিণমারী গ্রামে। ঘোষণাদাতা ওই বৃদ্ধের নাম আব্দুল কুদ্দুস মিয়া, আর ছোট ভাইয়ের নাম হাবিজার মিয়া।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে আব্দুল কুদ্দুস মিয়া নিজ খরচে মাইক ভাড়া করে রিকশায় করে গ্রামজুড়ে প্রচারণা চালান।
তিনি মাইকে ঘোষণা দেন:
“আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর ছোট ভাই হাবিজারের সঙ্গে নিজেদের পানের বরজ এলাকায় মারামারি করব।”
এ ঘোষণার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। কয়েক দফা সালিস বৈঠক হলেও বিষয়টির সমাধান হয়নি।
আব্দুল কুদ্দুসের অভিযোগ,
“আমার ছোট ভাই হাবিজার বহুদিন ধরে আমার জমি দখল করে রেখেছে। বারবার বললেও ফেরত দেয় না, তাই বাধ্য হয়ে মাইক ভাড়া করে ঘোষণা দিয়েছি।”
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন,
“বিষয়টি জানার পরই আমরা কুদ্দুস মিয়াকে থানায় ডেকে নিয়েছি। তার সঙ্গে কথা বলা হচ্ছে। যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

