26 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

ধানখেতে ‘রিভিউ’ ইঙ্গিত দিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি, ভাইরাল ফেনী বিএনপি নেতা আলাল উদ্দিন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ধানখেতে দাঁড়িয়ে ক্রিকেটীয় ভঙ্গিতে হাতে ‘রিভিউ’ ইঙ্গিত—এই অভিনব প্রতিবাদেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব ও ফেনী-২ আসনের মনোনয়নপ্রত্যাশী আলাল উদ্দিন আলাল।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে ধানখেতে তোলা একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়—আলাল উদ্দিন আলাল ক্রিকেটের রিভিউ সংকেতের মতো হাত উঁচিয়ে আছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নো ক্যাপশন।’
এই ব্যতিক্রমী প্রতিবাদের ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কেউ কেউ তার প্রতি সহমর্মিতা ও সমর্থন জানিয়েছেন, আবার অনেকে দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
মনোনয়ন না পেয়ে ব্যতিক্রমী প্রতিবাদ
দলীয় সূত্রে জানা গেছে, আলাল উদ্দিন আলাল ছিলেন ফেনী-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। কিন্তু ৩ নভেম্বর ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় তার নাম ছিল না। ওই আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীনকে প্রার্থী করা হয়।
এ নিয়ে অহিংসভাবে মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানাতেই তিনি ধানখেতে গিয়ে ‘রিভিউ’ ভঙ্গিতে ছবি তোলেন।
ঢাকা পোস্টকে আলাল উদ্দিন আলাল বলেন,

“দলের কাছে শান্তিপূর্ণভাবে মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানিয়েছি। এটি দলের চূড়ান্ত মনোনয়ন নয়, তাই রিভিউর আবেদন করেছি। এই প্রজন্মের প্রতিবাদের ভাষার সঙ্গে সামঞ্জস্য রেখেই এমনটি করেছি।”

তিনি আরও বলেন,

“ফেনী একসময় মৃত্যুপুরী নামে পরিচিত ছিল। এখন এখানে প্রতিবাদের ভাষাও বদলে গেছে—এটাই আমি তুলে ধরতে চেয়েছি।”

দলীয় বিভক্তি ও মাঠের অনিশ্চয়তা
এমন সময়ে ফেনী বিএনপিতে মনোনয়ন ইস্যুতে অভ্যন্তরীণ দ্বন্দ্বও প্রকাশ্যে এসেছে। শুক্রবার বিকেলে শহরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন মনোনয়নপ্রাপ্ত অধ্যাপক জয়নাল আবেদীন। তবে সেখানে উপস্থিত আলাল উদ্দিন আলালসহ কয়েকজন শীর্ষ নেতা র‍্যালি থেকে সরে যান।
পরে রাতে ঐক্যের বার্তা নিয়ে জয়নাল আবেদীন আলালের বাসায় গেলেও, এক ঘণ্টার বেশি সময় অপেক্ষার পরও আলালের দেখা পাননি তিনি।
ফেনী-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, এবং আনোয়ার হোসেন পাটোয়ারীসহ আরও কয়েকজন নেতা।
তাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি মতবিনিময় করেন বলে দলীয় সূত্রে জানা যায়।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...