- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ শুধু অভিনয়গুণে নয়, আধুনিক জীবনধারার প্রতীক হিসেবেও ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে। এবার জানা গেল, এফডিসিতে প্রথম মোবাইল ফোন ব্যবহারকারী ছিলেন তিনিই।
এ তথ্য জানিয়েছেন খ্যাতনামা নির্মাতা জাকির হোসেন রাজু, যিনি সালমান শাহকে নিয়ে নির্মাণ করেছিলেন জনপ্রিয় চলচ্চিত্র জীবন সংসার। শুক্রবার দেশের শীর্ষ দৈনিক দেশ রূপান্তর আয়োজিত “শুক্রবারের আড্ডা” অনুষ্ঠানে অংশ নিয়ে রাজু বলেন,
“সালমান শাহ-ই প্রথম মোবাইল ফোন ব্যবহার শুরু করেন। জীবন সংসার সিনেমার শুটিংয়ের সময়ই তিনি সেটে মোবাইল ফোন নিয়ে আসতেন। তখন চলচ্চিত্র জগতের কারও হাতে মোবাইল ফোন ছিল না।”
বাংলাদেশে মোবাইল ফোনের বাণিজ্যিক যাত্রা শুরু হয় ১৯৯৩ সালের এপ্রিল মাসে, সিটিসেলের মাধ্যমে। উচ্চমূল্য ও সীমিত নেটওয়ার্কের কারণে তখন কেবল ঢাকা ও চট্টগ্রামের অল্প কিছু মানুষই মোবাইল ফোন ব্যবহার করতেন— আর তাদের মধ্যেই ছিলেন সালমান শাহ।
জাকির হোসেন রাজু বলেন,
“সালমান যুগের চেয়েও আধুনিক ছিলেন। ফ্যাশন, স্টাইল আর প্রযুক্তির নতুন জিনিসে তাঁর আগ্রহ ছিল প্রচুর। তিনি শোবিজে ‘ফ্যাশন’ ধারণাটাকে প্রতিষ্ঠিত করেছেন।”
তিনি আরও যোগ করেন,
“সালমান শাহ শুধু পোশাকে নয়, গাড়ি, বাইক—সবকিছুতেই ছিলেন অন্য সবার চেয়ে এগিয়ে। তাঁর উপস্থিতিতেই চলচ্চিত্রে আধুনিকতার সূচনা ঘটে।”

