26 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

শিক্ষকদের ছত্রভঙ্গ করা প্রসঙ্গে যা বলছে পুলিশ

জনপ্রিয়
৩ দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শনিবার (৮ নভেম্বর) শাহবাগ অভিমুখী পদযাত্রায় অংশ নিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনা বিকেল সাড়ে ৩টার দিকে ঘটেছে।
এর আগে সকাল থেকেই সারা দেশ থেকে আসা শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। শিক্ষকরা দাবি করেন, “মানুষ গড়ার কারিগরদের তৃতীয় শ্রেণিতে রেখে উন্নত জাতি গঠনের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়।” তারা আরও জানান, পদোন্নতির যোগ্যতা থাকা সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক সারাজীবন একই পদে আটকে রয়েছেন।
অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়েছেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের পরও শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ না হওয়া জুলাই-এর সঙ্গে গাদ্দারি।”
অধ্যক্ষসহ আন্দোলনরত শিক্ষকরা জানান, তাদের দাবিপূর্ণ না হলে তারা পর্যায়ক্রমে কর্মবিরতিসহ আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষক সম্প্রদায়ের দাবি মেনে ন্যায্য পদোন্নতি ও সুযোগ নিশ্চিত করতে সরকারকে সচেতন হওয়ার আর্জি জানানো হয়েছে।
এদিকে শিক্ষকদের সমাবেশ ছত্রভঙ্গ করা প্রসঙ্গে শনিবার বিকেলে একটি বিবৃতিতে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে বলা হয়েছে, বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের একটি দল শনিবার (৮ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়। বিকেল আনুমানিক ৩টার দিকে কিছু আন্দোলনকারী কলম সমর্পণের নামে শাহবাগ থানার সামনে জড়ো হয়। আনুমানিক ৪টার দিকে আন্দোলনকারীদের মধ্য থেকে একটা দল পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় পার হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...