24 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন আসিফ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন আলোচনায় উঠে এসেছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন—তিনি এবার ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।
রবিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি ধানমণ্ডি থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার স্থানান্তরের আবেদন করেন। রাজধানীর গ্রিন রোডে অবস্থিত নির্বাচন অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ তার নির্বাচনী পরিকল্পনা ও অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেন।
তিনি বলেন,

“যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত। আমি চাই, আমার ভোট যেন ঢাকায় পড়ে, অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগেই, কিন্তু ২০১৮ ও ২০২৪ সালের কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার চাই নিজের ভোটটি নিজেই দিতে।”

আসিফ মাহমুদ আরও জানান,

“সরকারি পদে থাকার কারণে সরাসরি নির্বাচনে অংশ নিতে হলে আগে পদত্যাগ করতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানাব।”

আসিফ মাহমুদ যে আসন থেকে নির্বাচন করতে চান, সেটি হলো ঢাকা-১০, যা ধানমণ্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত।
এ আসনে এখনো বিএনপি প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াতে ইসলামী ইতোমধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী করেছে।
নির্বাচনে কোন দলের প্রতীক নিয়ে লড়বেন—এ প্রশ্নে আসিফ মাহমুদ বলেন,

“আমি এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার পরিকল্পনা করছি। কারও সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা বা আলোচনা হয়নি। কোন দল কোন আসন ফাঁকা রাখল, সেটা আমার বিষয় নয়।”

সরকারের উপদেষ্টা পদে থাকলেও তিনি স্পষ্ট করে জানিয়েছেন—

“নির্বাচনে অংশ নিতে হলে আগে পদত্যাগ করব। পদত্যাগের সময় নির্ধারণ হবে সরকারের সঙ্গে আলোচনার পর।”

বর্তমানে ঢাকা-১০ আসনটি রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলই এ আসনে প্রার্থী বাছাইয়ে কৌশল নিচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...