- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
বেগম খালেদা জিয়ার আসনে কাউকে মনোনয়ন দেওয়া হবে না— এমন ঘোষণা দেওয়ার পরও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনে প্রার্থী দিয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জোবায়ের এনসিপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য। তিনি বলেন,
“আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলবে। আমি ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।”
দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন যে, বেগম খালেদা জিয়ার আসনে এনসিপি কাউকে মনোনয়ন দেবে না।
তবে ফেনী-১ থেকে মনোনয়ন নেওয়া প্রসঙ্গে জোবায়ের বলেন,
“বেগম খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে বগুড়া-৭ আসনটি এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ার কথা হয়েছে। আশা করি দল আমাকে ফেনী-১ থেকে চূড়ান্ত মনোনয়ন দেবে।”
এহসানুল মাহবুব জোবায়ের শিক্ষক পরিবার থেকে উঠে আসা তরুণ রাজনীতিক।
-
পিতা: আমিনুল ইসলাম
-
মাতা: রাশেদা আকতার – উভয়েই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত
-
শিক্ষাগত যোগ্যতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স
-
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক: ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা (২০১৪ ও ২০১৬)
জোবায়ের পূর্বে ছিলেন—
-
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য
-
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক
-
রোভার স্কাউট গ্রুপের প্রচার সম্পাদক
-
লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি
-
ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য

