18 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

খালেদা জিয়ার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন যিনি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বেগম খালেদা জিয়ার আসনে কাউকে মনোনয়ন দেওয়া হবে না— এমন ঘোষণা দেওয়ার পরও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনে প্রার্থী দিয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জোবায়ের এনসিপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য। তিনি বলেন,

“আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলবে। আমি ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।”

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন যে, বেগম খালেদা জিয়ার আসনে এনসিপি কাউকে মনোনয়ন দেবে না।
তবে ফেনী-১ থেকে মনোনয়ন নেওয়া প্রসঙ্গে জোবায়ের বলেন,

“বেগম খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে বগুড়া-৭ আসনটি এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ার কথা হয়েছে। আশা করি দল আমাকে ফেনী-১ থেকে চূড়ান্ত মনোনয়ন দেবে।”

এহসানুল মাহবুব জোবায়ের শিক্ষক পরিবার থেকে উঠে আসা তরুণ রাজনীতিক।
  • পিতা: আমিনুল ইসলাম
  • মাতা: রাশেদা আকতার – উভয়েই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত
  • শিক্ষাগত যোগ্যতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স
  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক: ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা (২০১৪ ও ২০১৬)
জোবায়ের পূর্বে ছিলেন—
  • জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক
  • রোভার স্কাউট গ্রুপের প্রচার সম্পাদক
  • লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি
  • ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য
তিনি জাতীয় ও আন্তর্জাতিক সেবামূলক সংগঠনে যুক্ত ছিলেন এবং ২০২৩–২৪ সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে একটি ফেলোশিপ লাভ করেন। বর্তমানে তিনি বায়িং হাউজ ব্যবসার সঙ্গে জড়িত।
এনসিপি সূত্রে জানা গেছে, দলের নির্বাচনী কৌশল অনুযায়ী বিএনপির প্রভাবশালী আসনগুলোয় তরুণ ও পেশাজীবী প্রার্থীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ফেনী-১ আসনে জোবায়েরের প্রার্থী হওয়া—
খালেদা জিয়ার ঐতিহ্যবাহী আসনে নতুন প্রজন্মের অংশগ্রহণের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...