- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
দীর্ঘ ১৩৪ ঘণ্টা পর অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে তিনি অনশন ভাঙেন।
এরপর তাকে তাৎক্ষণিকভাবে একটি অ্যাম্বুল্যান্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ও তারেক রহমান জানান, তার রাজনৈতিক লড়াই শেষ হয়নি।
হাসপাতালে বসে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে দেখা যায়, তিনি একটি চেয়ারে বসে ডাবের পানি পান করছেন।
ভিডিওর বর্ণনায় তারেক লেখেন,
“আল্লাহর নিয়ামত গ্রহণ করছি। লড়াই শেষ করছি না। বাংলাদেশ ভালোবাসি, আপনাদের ভালোবাসি। ৭১ ভালোবাসি, ২৪ আমার লড়াই।”

