24 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন তারেক রহমান , তারপর যা বললেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100


দীর্ঘ ১৩৪ ঘণ্টা পর অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে তিনি অনশন ভাঙেন।
এরপর তাকে তাৎক্ষণিকভাবে একটি অ্যাম্বুল্যান্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ও তারেক রহমান জানান, তার রাজনৈতিক লড়াই শেষ হয়নি।
হাসপাতালে বসে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে দেখা যায়, তিনি একটি চেয়ারে বসে ডাবের পানি পান করছেন।
ভিডিওর বর্ণনায় তারেক লেখেন,

“আল্লাহর নিয়ামত গ্রহণ করছি। লড়াই শেষ করছি না। বাংলাদেশ ভালোবাসি, আপনাদের ভালোবাসি। ৭১ ভালোবাসি, ২৪ আমার লড়াই।”

উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক আমজনতার দলকে নিবন্ধন না দেওয়ার প্রতিবাদে গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে আমরণ অনশন শুরু করেন তারেক রহমান।
তার এই অনশন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের পক্ষ থেকে সহানুভূতি ও সমর্থনের বার্তা প্রকাশ করা হয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...