গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো ব্লেড দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। আহত স্বামী আকাশ (২১) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (৯ নভেম্বর) ভোরে পূবাইল থানার খোরাইদ জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় আকাশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তাঁর স্ত্রী। আকাশের চিৎকারে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ সময় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাঁকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন বলেন,
“আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

