26 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

গণভবনে নিয়ে আপসের চেষ্টা করা হয়েছে : স্নিগ্ধ

জনপ্রিয়

বিএনপির কেন্দ্রীয় নেতা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, “১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন-নিপীড়ন করেছে। বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আন্দোলনের সময় আমরা আপস করিনি। গণভবনে নিয়ে আপস করানোর চেষ্টা হয়েছিল, কিন্তু আমরা আপসহীন থেকেছি।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া যেমন সন্তানের লাশ ধরে নীরবে দাঁড়িয়ে ছিলেন, আমাকেও আমার মায়ের মতো মুগ্ধর লাশ নিয়ে দাঁড়াতে হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ শহীদ হয়েছেন। ফ্যাসিস্টের পতনের মধ্য দিয়েই সেই রক্তের প্রতিদান দিতে হবে।”
সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় তিনি আরও আহ্বান জানান, “তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সঞ্চালনা করেন সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন।
এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ এইচ তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...