16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: অন্তত ১৩ নিহত

জনপ্রিয়

ভারতের রাজধানী দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বিস্ফোরণে লালকেল্লা মেট্রোস্টেশনের প্রবেশপথে আগুন ধরে এবং আশপাশে থাকা অন্তত ২২টি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে চাঁদনি চক মেট্রো স্টেশনের সামনে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের ভবনের জানালার কাঁচ ভেঙে যায়, রাস্তায় ছড়িয়ে পড়ে গাড়ির ধ্বংসাবশেষ।
দিল্লি পুলিশ জানিয়েছে, এটি ছিল অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ, যা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জঙ্গি সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছে তারা। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে ফরেনসিক টিম কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দিল্লি ফায়ার সার্ভিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “লালকেল্লা মেট্রো গেট–১–এর পাশে পার্ক করা গাড়িতে বিস্ফোরণটি ঘটে। তীব্রতায় আশপাশের দোকান ও বাসার দেয়ালও কেঁপে ওঠে।”
বিস্ফোরণের পর লালকেল্লা ও চাঁদনি চক এলাকা ঘিরে রেখেছে পুলিশ। পুরো শহরে রেড অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। মেট্রো ও জনসমাগমস্থলে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
স্থানীয়দের মতে, আগুনে দ্রুত আশপাশের গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে আতঙ্ক তৈরি হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগুনে জ্বলতে থাকা গাড়ি থেকে ঘন ধোঁয়া উঠছে এবং আশপাশে ছুটোছুটি করছে মানুষ।
এদিকে ঘটনার কয়েক ঘণ্টা আগে দিল্লির পার্শ্ববর্তী ফরিদাবাদ এলাকা থেকে ৩৬০ কেজির বেশি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জরুরি বৈঠক ডেকেছে এবং ঘটনাটিকে “গুরুতর নিরাপত্তা হুমকি” হিসেবে বিবেচনা করছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...