বলিউডে আজ সকাল থেকেই ছড়িয়ে পড়ে এক গুজব—প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর মৃত্যুর খবর প্রকাশ করে কয়েকটি ভারতীয় গণমাধ্যম। মুহূর্তেই সামাজিক মাধ্যমে শোকবার্তা ছড়িয়ে পড়ে।
তবে এই খবরকে পুরোপুরি গুজব বলে জানিয়েছেন তাঁর স্ত্রী, অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনী। তিনি জানিয়েছেন, ধর্মেন্দ্র এখন চিকিৎসাধীন আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে হেমা লিখেছেন, “যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন। একজন জীবিত ব্যক্তিকে মৃত বলে প্রচার করা একেবারেই অমার্জনীয়। ধর্মেন্দ্র চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন। অনুগ্রহ করে তাঁর ও আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন।”
তিনি আরও বলেন, এমন মিথ্যা খবর পরিবারের সদস্যদের পাশাপাশি ভক্তদের মধ্যেও ভয় ও বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই কোনো সংবাদ যাচাই না করে যেন কেউ শেয়ার না করেন, সে অনুরোধও জানান তিনি।
আগামী ডিসেম্বরেই ৯০ বছরে পা দেবেন ধর্মেন্দ্র। বয়সের ভার সত্ত্বেও তিনি এখনও সিনেমায় সক্রিয়। করণ জোহরের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত রকি অউর রানি কি প্রেম কাহানি চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পায়। সম্প্রতি তাঁর নতুন ছবির ফার্স্ট লুকও প্রকাশিত হয়েছিল।
এর আগে কয়েকবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেও, ধর্মেন্দ্র নিজেই ভক্তদের আশ্বস্ত করেছিলেন—“আমি একদম ভালো আছি।”
বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন, এবং পরিবার জানিয়েছে—তাঁর অবস্থা স্থিতিশীল।