16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ১২

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাচেহরি আদালত ভবনের বাইরে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকালে আদালত ভবনের সামনে পার্ক করা একটি গাড়িতে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহতদের মধ্যে আইনজীবী ও মামলার বাদী-পক্ষের লোকজন রয়েছেন। বিস্ফোরণের পর আদালত ভবন দ্রুত খালি করে দেওয়া হয় এবং পেছনের গেট দিয়ে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। এরই সঙ্গে আদালতের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ঘটনার পরপরই ইসলামাবাদের ডিআইজি, চিফ কমিশনার ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। উদ্ধারকর্মীরা হতাহতদের পিআইএমএস হাসপাতালে নিয়ে যায়, যেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর মাথার খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা সূত্রের দাবি, ভারত-সমর্থিত সশস্ত্র যোদ্ধা ও আফগানপন্থি তালেবান-ঘনিষ্ঠ গোষ্ঠী ‘ফিতনা আল-খাওয়ারিজ’ এই হামলার দায়ী হতে পারে।
এর একদিন আগে, সোমবার দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজে ভারত-সমর্থিত সন্ত্রাসীদের হামলার ঘটনায় দুই হামলাকারী নিহত ও তিনজনকে আটক করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...