26 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

গণভোট ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয়: হামিদুর রহমান আযাদ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

স্টাফ রিপোর্টার:

সংবিধান অনুযায়ী গণভোট না হলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন ২০২৯ সালের আগে হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টন মোড়ে ৮ দলের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
হামিদুর রহমান আযাদ বলেন, “সংবিধান অনুযায়ী গণভোট ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। কেউ কেউ বলছেন সংবিধানে গণভোটের বিধান নেই। তাদের বলতে চাই, আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধান সংশোধন করে গণভোটের ধারা বাতিল করেছিলেন শেখ হাসিনা। এখন যারা বলেন সংবিধানে গণভোট নেই, তারা কি তাহলে হাসিনার সুরে কথা বলেন না?”
তিনি আরও বলেন, “পাঁচ বছর পরপর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে। ২০২৪ সালে যদি নির্বাচন হয়, তাহলে ২০২৬ সালে আবার নির্বাচন হবে—এ কথা কোথায় লেখা আছে? সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে ২০২৯ সালে।”
জুলাই সনদ বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জামায়াত নেতা বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সমাজকে নতুন ভিত্তিতে গড়ে তুলতে হলে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। তা ছাড়া সংস্কার ও নির্বাচন—দুটিই অর্থহীন হয়ে পড়বে।”
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা আবার নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চান। বাংলাদেশের জনগণ এ ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দেবে না। সরকারকে বলব, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের ব্যবস্থা করুন।”
আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, “আমরা কখনও সংঘাত চাইনি। আলোচনার মাধ্যমেই সমাধান হোক, সেটাই ছিল আমাদের অবস্থান। কিন্তু সরকার রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে আলোচনার পথ বন্ধ করে দিয়েছে, যা সরাসরি জনমতের বিপরীত।”
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...