- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পার্ক করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে নিহত বাসচালক জুলহাস মিয়া (৩৫)-এর বোন ময়না বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। মঙ্গলবার রাতে ফুলবাড়িয়া থানায় এ মামলা দায়ের করা হয়
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে ভালুকজান এলাকার সাইফুল ফিলিং স্টেশনের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল আলম এশিয়া পরিবহনের একটি বাস।
হঠাৎ তিন যুবক—এর মধ্যে একজন মুখোশধারী—বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
সে সময় ভেতরে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া বের হতে না পেরে ঘটনাস্থলেই পুড়ে মারা যান।
আগুন থেকে লাফিয়ে নামতে গিয়ে আহত হন শারমিন সুলতানা ও শাহিদুল।
তাদের মধ্যে শারমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান বলেন,
“নিহতের বোন ময়না আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। এটি স্পষ্টত নাশকতার ঘটনা।”
ওসি জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্তে জোর অভিযান চলছে।
পুড়ে যাওয়া বাসটি আলামত হিসেবে থানায় আনা হয়েছে।
ওসি রোকনুজ্জামান আরও বলেন,
“ঘটনাটি পরিকল্পিত নাশকতার অংশ বলে মনে হচ্ছে। আমরা প্রত্যেক অভিযুক্তকে আইনের আওতায় আনব।”

