ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার চান্দুরা এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।
গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখা ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন জানান, গভীর রাতে বাইরে থেকে দুর্বৃত্তরা ব্যাংকের জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের খবর দেন। পরে তারা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে টাকার ভল্ট অক্ষত রয়েছে বলে জানিয়েছেন ম্যানেজার কলিম উদ্দিন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ।