১১নভেম্বর বিকাল ৫ টার দিকে মাগুরা জেলার মোহাম্মদপুর ব্রিজের উপর মোটরসাইকেল ও অটো ভ্যান এর সঙ্গে ভয়াবহ এক্সিডেন্ট হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় নিহত মোটর সাইকেল চালকের নাম মো: আবু-বক্কার মোল্যা(২২)। তার বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের নায়ানি পাড়া গ্রামে।
তিনি নায়ানি পাড়া গ্রামের মো: লিটন মোল্যার ছেলে।
নিহত মোটরসাইকেল চালক আবুবক্কার মোল্লা (২২) একজন সৌদি প্রবাসী। তিনি মাত্র ১২ দিন আগে বাংলাদেশে এসেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান অটোভ্যান ও মোটরসাইকেল সামনাসামনি সংঘর্ষ হয় মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬:৩০ মিনিটের সময় হাসপাতালে মৃত্যুবরণ করেন।