আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে বিদেশ গমনের সময় তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বলেন, “রাজনৈতিক মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি ছিলেন আতিক উদ্দিন চৌধুরী। তাকে আটক করে আইনি প্রক্রিয়ায় কক্সবাজারে আনা হচ্ছে। বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।”
ওসি আরও জানান, আতিক উদ্দিনের বিরুদ্ধে সদর থানায় একাধিক রাজনৈতিক মামলা রয়েছে, যেগুলোর বেশিরভাগই অগ্নিসংযোগ, ভাঙচুর ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগে দায়ের করা।
তবে গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন আতিক উদ্দিনের পরিবারের সদস্যরা। তার এক ঘনিষ্ঠ আত্মীয় জানান, “আতিক ভাই কয়েকদিনের জন্য চিকিৎসার উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছিলেন। ঠিক সেই সময় বিমানবন্দরে তাকে হঠাৎ আটকের ঘটনা আমরা রাজনৈতিক প্রতিহিংসা বলেই মনে করছি।”
স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাও নাম প্রকাশ না করার শর্তে জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দলীয় অভ্যন্তরেও কিছু বিরোধ দেখা দিয়েছে, যার প্রভাব এই গ্রেপ্তারের পেছনে থাকতে পারে।
এদিকে কক্সবাজার জেলা কৃষক লীগের একটি অংশ গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে দলীয় ফেসবুক পেজে বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, “আতিক উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে কৃষক লীগের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ভিত্তিহীন ও হয়রানিমূলক।”