25 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে একাধিক নাশকতামূলক ঘটনার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোররাতে জেলার সদর এলাকায় গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল বোমা নিক্ষেপ করা হয়।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে গণপূর্ত বিভাগের অফিস ভবনের দেয়াল ও গ্যারেজে থাকা একটি সরকারি পিকআপ ভ্যান লক্ষ্য করে অন্তত ১০টি পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়িটিতে আগুন ধরে যায়। পরে দারোয়ান ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় পিকআপ ভ্যানটি সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো প্রাণহানি ঘটেনি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—রাজনৈতিক উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।”
তিনি আরও জানান, কাছাকাছি সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছে।
একই রাতে সদর উপজেলার উলপুর ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখা ভবনের ওপরও ৫-৬টি পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ব্যাংকের কোনো বড় ক্ষতি না হলেও দেয়ালে কালো দাগ পড়ে এবং জানালার কিছু কাচ ভেঙে যায়।
ওসি বলেন, “কালো রঙের একটি মাইক্রোবাস থেকে বোমাগুলো ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। বিস্ফোরণের শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।”
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...