কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সমর্থনে ফরিদপুরে তিনটি গুরুত্বপূর্ণ মহাসড়কে সড়ক অবরোধ ও বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা।
বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে অবস্থান নেওয়ায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে ফরিদপুর-বরিশাল রুটে যান চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের সূয়াদী বাজার এবং মাওয়া-ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায়ও আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকার সঙ্গে ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ভাঙ্গা থেকে ফরিদপুরগামী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সায়মা বেগম জানান, “সকাল ৮টার দিকে পুখুরিয়া এলাকায় পৌঁছে দেখি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে। গাড়িগুলো থেমে আছে, কেউই যেতে পারছে না।”
বিক্ষোভকারীদের কয়েকজন বলেন, “আমরা সেনাবাহিনীর সামনেও মাঠ ছাড়ব না। লকডাউন কার্যকর ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রয়োজনে জীবন দেব।”
স্থানীয়দের ভাষ্য, সকাল থেকেই আওয়ামী লীগ সমর্থকেরা দলীয় স্লোগান দিতে দিতে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন। টায়ার জ্বালিয়ে মিছিল ও সড়ক অবরোধ করা হয়।
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, “সকালে পুখুরিয়া, সূয়াদী বাজার ও সূর্যনগর এলাকায় আওয়ামী লীগ সমর্থকেরা সড়ক অবরোধ করেছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”
এদিকে এলাকাজুড়ে পুলিশ ও সেনা সদস্যদের টহল জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।