ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাস্তার পাশ থেকে লাগেজভর্তি ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মনসুরাবাদ এলাকার একটি আঞ্চলিক সড়কের পাশে পুরোনো একটি লাগেজ থেকে এসব বোমা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশ ঢাকা–ভাঙ্গা–খুলনা মহাসড়কসংলগ্ন মনসুরাবাদ গ্রামের জাহাঙ্গীর মোল্লার ভ্যানগ্যারেজের পাশে অভিযান চালায়। এ সময় পুরোনো লাগেজের ভেতর থেকে ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন,
“পরিত্যক্ত অবস্থায় ৩২ বোতল পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এগুলো বহন করছিল। পুলিশের তৎপরতায় তা ব্যর্থ হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

