16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

অজিত দোভালের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

জনপ্রিয়
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের আমন্ত্রণে ১৯ নভেম্বর দিল্লি যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এনএসএ খলিলুর রহমান। তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দেবেন।
সম্মেলনের ফাঁকে ভারত ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও তা এখনো নিশ্চিত নয়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দুই দেশের নীতিনির্ধারকদের মধ্যে সরাসরি আলোচনা হওয়ার সম্ভাবনা বেশি বলে কূটনৈতিক সূত্রের মত। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয় উপদেষ্টার ভারত সফর।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...