| Your Ads Here 100x100 |
|---|
আধুনিক যুদ্ধক্ষেত্রের জটিলতা ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে সেনাবাহিনীর সদস্যদের উন্নত ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (বিআইআর) ২০তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আইএসপিআর জানায়, রাজশাহীর বিআইআরসি’র শহীদ কর্নেল নকীব হলে অনুষ্ঠিত এ সম্মেলনে সেনাপ্রধান রেজিমেন্টের গৌরবময় অবদান এবং দেশের প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক সামরিক প্রযুক্তি, পরিবর্তনশীল যুদ্ধনীতি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিবেশ বিবেচনায় সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
রেজিমেন্টের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন—
-
প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি
-
গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বারোপ
-
পেশাগত দক্ষতা উন্নয়ন
-
দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ পরিকল্পনা ও রণনীতিগত প্রস্তুতি
সেনাপ্রধান সম্মেলনস্থলে পৌঁছালে আর্টডক-এর জিওসি, বিআইআরসি’র কমান্ড্যান্ট এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি তাঁকে স্বাগত জানান। সম্মেলনে আর্টডক, বিআইআরসি এবং সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন।

