18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

কুড়িগ্রামে ইসলামী সমমনা ৮ দলের বিক্ষোভ মিছিল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ নভেম্বর কুড়িগ্রামে ইসলামী সমমনা ৮ দলের যৌথ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে শুরু হয়ে শাপলা চত্বর হয়ে ঘোষপাড়ায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এবং সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি মু. শাহজালাল সবুজ। বক্তব্য রাখেন জামায়াতের কুড়িগ্রাম-২ আসনের নমিনি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহসভাপতি অধ্যক্ষ মাওলানা নুর বখত মিয়া এবং খেলাফত মজলিসের জেলা আমীর শবেবর আলী।

মিছিলে জামায়াতে ইসলামীসহ সমমনা ইসলামী ও দেশপ্রেমিক আট দলের জেলা ও উপজেলার নেতাকর্মীরা উল্লেখযোগ্য সংখ্যায় অংশ নেন। বক্তারা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সরকারি সিদ্ধান্ত বাতিল করে নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠানের দাবি জানান এবং ৫ দফা বাস্তবায়নের জোর দাবি উত্থাপন করেন।

কেন্দ্রীয় ঘোষণার অংশ:-
এর আগে, নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ পাঁচ দফা দাবি মানতে ১৬ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দেয় জামায়াতসহ সমমনা ৮ দল। দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

১২ নভেম্বর জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান কেন্দ্রীয়ভাবে নতুন কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত সূচি অনুযায়ী ১৩ নভেম্বর দেশব্যাপী ফ্যাসিবাদী নাশকতা প্রতিরোধে অবস্থান এবং ১৪ নভেম্বর জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল পালিত হচ্ছে।

১৬ নভেম্বর সকাল ১১টায় আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক এবং দুপুরে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের কথা রয়েছে। এর আগেই দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

৮ দলের পাঁচ দফা দাবি:-
১) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারি এবং নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন।
২) আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩) সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন।
৪) পূর্ববর্তী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫) স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে কুড়িগ্রামেও আজকের বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে পাঁচ দফা দাবির পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইসলামী সমমনা ৮ দল।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...