16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

৭০ বছর বয়সেও রোগমুক্ত থাকতে বিশেষ খাদ্যাভ্যাস জরুরি: হার্ভার্ড গবেষণা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে, সুনির্দিষ্ট খাদ্যাভ্যাস অনুসরণ করলে বার্ধক্যেও মানুষ সুস্থ ও রোগমুক্ত থাকতে পারে।
৩০ বছর ধরে প্রায় এক লাখ মানুষের খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে গবেষকরা খুঁজে পেয়েছেন যে, যারা এএইচইআই (AHEI বা অল্টারনেটিভ হেলদি ইটিং ইনডেক্স) নামের ডায়েট মেনে চলেছেন, তাদের মধ্যে হার্টের রোগ, ডায়াবেটিস এবং ক্যানসারের মতো জটিল ব্যাধিতে আক্রান্ত হওয়ার হার উল্লেখযোগ্যভাবে কম। গবেষণায় দেখা গেছে, এ ধরনের ডায়েট অনুসরণকারীদের ৮৬ শতাংশই ৭০ বছর বয়সেও মারাত্মক রোগ থেকে মুক্ত ছিলেন।
হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অফ পাবলিক হেলথের পুষ্টি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এএইচইআই ডায়েট মূলত দীর্ঘমেয়াদি বা ক্রনিক রোগ প্রতিরোধের ওপর ভিত্তি করে তৈরি। তারা উল্লেখ করেছেন যে, চারটি মৌলিক নীতির ওপর ভিত্তি করে গঠিত এই খাদ্যতালিকা সুস্থ ও দীর্ঘায়ু জীবনের জন্য কার্যকর হতে পারে।

এএইচইআই ডায়েটের চার মূলনীতি

১. উদ্ভিজ্জ খাবারের আধিক্য
খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল, হোল গ্রেইন, বাদাম ও ডালজাতীয় খাবারের পরিমাণ বেশি রাখতে হবে।

২. স্বাস্থ্যকর ফ্যাটের অন্তর্ভুক্তি
অলিভ অয়েল, ঘি, সর্ষের তেল, অ্যাভোকাডো, স্যামন বা ইলিশের মতো তৈলাক্ত মাছ, বাদাম ও বীজ জাতীয় খাবারকে নিয়মিত খাবারে স্থান দিতে হবে।

৩. পরিমিত প্রাণিজ খাদ্য গ্রহণ
মাছ, ডিম ও দইসহ দুগ্ধজাত খাবার পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে।

৪. কিছু খাবার পুরোপুরি বর্জন
চিনিযুক্ত পানীয়, রেড মিট (যেমন খাসির মাংস) ও প্রক্রিয়াজাত মাংস—সসেজ, বেকন, সালামি—কঠোরভাবে এড়িয়ে চলতে হবে। পাশাপাশি অতিরিক্ত নোনতা খাবার, পাম অয়েল, বনস্পতি ঘি এবং ট্রান্স ফ্যাটযুক্ত খাবার কমাতে হবে।

এ ছাড়া পরিশোধিত শস্য—ময়দা, সুজি, সাদা ভাতের বদলে আটা, ব্রাউন রাইস, ওটস, জোয়ার, বাজরা বা রাগি জাতীয় শস্য বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

বিজ্ঞানীদের মতে, এই খাদ্যতালিকা দীর্ঘমেয়াদে বার্ধক্যের স্বাভাবিক ধারা বজায় রেখে জটিল অসুস্থতার ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...