18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

ভোলায় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে মুক্ত হলেন ডিসি অফিসে অবরুদ্ধ তিন উপদেষ্টা

জনপ্রিয়
ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে ভোলা সফরে যাওয়া অন্তবর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা স্থানীয়দের বিক্ষোভে আটকে পড়েছেন। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আন্দোলনকারীরা তাদের গাড়ির সামনে শুয়ে পড়লে প্রায় ২০ মিনিট তারা অবরুদ্ধ থাকেন। পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে উপদেষ্টারা নিরাপদে সেখান থেকে চলে যান।
অবরুদ্ধ তিন উপদেষ্টা হলেন—
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান,
  • শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান,
  • বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে। এর আগে বিকেল ৪টায় তারা ভোলার অর্থনৈতিক উন্নয়নসংক্রান্ত সভায় অংশ নেন।
আন্দোলনকারীরা দাবি করছেন—সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈন উদ্দীন এবং উপদেষ্টা ফাওজুল কবির খান বৈঠকে আশ্বাস দিয়েছিলেন যে ডিসেম্বরেই ভোলা–বরিশাল সেতুর নির্মাণকাজ শুরু হবে।
কিন্তু শুক্রবারের সভায় উপদেষ্টা জানান—
 সেতুর নকশার কাজই এখনো শুরু হয়নি এবং নীতিগত সিদ্ধান্তে আটকে আছে।
এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে সভা শেষে আন্দোলনকারীরা উপদেষ্টাদের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ শুরু করেন।
মেহেদি হাসান, ভোলাবাসী কমিটি:
“আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুললে তারা বৈঠকে বসে অনুরোধ করেছিলেন সহানুভূতিশীল হতে। বলা হয়েছিল ডিসেম্বরেই ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। আজ বলা হলো নকশাই হয়নি! আমরা জ্বালানি ও বাণিজ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।”
মো. মাহাদী হাসান, আন্দোলনকারী:
“উপদেষ্টা বলেছেন সেতু সম্পর্কে তিনি কিছুই জানেন না। তাই আমরা গাড়ির সামনে শুয়ে প্রতিবাদ করেছি।”
আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন—
 ভোলা-বরিশাল সেতুসহ পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভোলার বাইরে গ্যাস নিতে দেওয়া হবে না।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...