18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

ভোলায় গুলি, আহত ৩

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে গেলে সন্ত্রাসীদের গুলিতে তিনজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহতদের ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন—শাজাহান মীর (৭০), মোহাম্মদ আলী মৃধা (৬০) এবং অপূর্ব শুভ (১৭)।

স্থানীয় বাসিন্দা ও গুলিবিদ্ধদের অভিযোগ, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছে। এতে আশপাশের বসতঘর ও ভিটেমাটি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় শনিবার সকালে শতাধিক গ্রামবাসী নদীতে গিয়ে একটি ড্রেজার আটক করে বালু উত্তোলন বন্ধ করেন।

এ সময় দুপুর সাড়ে ১২টার দিকে স্পিডবোটযোগে এসে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি ছররা গুলি ছুড়তে থাকে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আহতরা জানান, প্রত্যেকের শরীরে একটি করে ছররা গুলি লেগেছে।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, “দুপুর দেড়টার দিকে তিনজন গুলিবিদ্ধ রোগী হাসপাতালে আসে। সবার শরীরে ছররা গুলির আঘাত রয়েছে। তারা শঙ্কামুক্ত এবং চিকিৎসা চলছে।”

ঘটনার বিষয়ে ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক জানান, “একটি গ্রুপ হামলা চালিয়েছে—এমন খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...