22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

পুলিশকে কামড়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

জনপ্রিয়
বরিশাল মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদারকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার এক পর্যায়ে পুলিশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে এক সদস্যকে কামড় দিয়ে পালিয়ে যায় মাসুম। এতে তিন পুলিশ সদস্য আহত হন।
ঘটনাটি ঘটে শুক্রবার রাত ২টার দিকে নগরীর ভাটারখাল এলাকায়। শনিবার (১৫ নভেম্বর) সরকারি কাজে বাধা, হামলা ও অবরোধের অভিযোগে কোতোয়ালী থানায় টিএসআই মাহাবুব আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনকে নাম উল্লেখ করে এবং আরও ৬০–৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
চারজন গ্রেপ্তার
ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হচ্ছেন—
  • সোহেল হাওলাদার
  • মাসুমের স্ত্রী রিমি বেগম
  • রিফাত
  • শিল্পী আক্তার
মামলার এজাহারে বলা হয়, চলতি বছরের একটি মামলার আসামি মাসুম হাওলাদারকে আটক করতে পুলিশ ভাটারখালে গেলে তিনি এবং তার পরিবারের সদস্যরা প্রথমে বাধা দেন। এরপর আশপাশের আরও ৬০–৭০ জন যুক্ত হয়ে পুলিশের ওপর লাঠি দিয়ে আঘাত ও ইট নিক্ষেপ করেন। এতে এসআই নাসিম হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হন।
হামলার এক পর্যায়ে মাসুম পুলিশের হাতে কামড় দিয়ে দ্রুত সরে যান। পরে পুলিশ তাকে না পেলেও উপস্থিত চারজনকে আটক করে।
পুলিশের বক্তব্য
কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...