22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

গাজীপুরে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

জনপ্রিয়

গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা বাজারে গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় দুইটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে শাখার সাইনবোর্ডে আগুনে ক্ষতি হলেও অন্য কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
গ্রামীণ ব্যাংকের শ্রীপুর এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, রাত সোয়া ২টার দিকে বিকট শব্দে শাখা ব্যবস্থাপকসহ ভেতরে থাকা চার কর্মকর্তা ঘুম থেকে জেগে ওঠেন। পরে বাইরে এসে দেখা যায়, ব্যাংকের মূল ফটকের কাছে আগুন জ্বলছে। স্থানীয়রা এগিয়ে এলে তারা নিরাপদে বের হতে সক্ষম হন।
তিনি বলেন, “এ ঘটনায় কেউ আহত হয়নি। সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশের টহল জোরদার থাকায় বড় ধরনের নাশকতা ঘটানো সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে কাঁচের বোতল উদ্ধার করা হয়েছে। কারা এ হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...