17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

চিফ প্রসিকিউটরসহ বিচার টিমকে ভারতীয় নম্বর থেকে হুমকি ফোন

জনপ্রিয়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্যদের বিরুদ্ধে রোববার রাত থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে। ফোনকলের বেশির ভাগ ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে বলে দাবি করেছেন টিম সদস্যরা।
প্রসিকিউটর তারেক আবদুল্লাহ সাংবাদিকদের জানান, অজ্ঞাত ওই নম্বর থেকে “শেখ হাসিনার শাস্তি হলে আমাদের কাউকে বাঁচতে দেওয়া হবে না” এমন কণ্ঠে বলা হয়েছে।
চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন,
“অসংখ্য ফোন পেয়েছি। এক কথাবার্তা ঝাড়াজুলি একবার ডান, একবার বাম—একই কথা, একেই বারবার বলা হচ্ছে। যদি তাঁর (হাসিনার) সাজা হয়, তাহলে আমাদের জীবন শেষ করে দেওয়া হবে।”
তাজুল ইসলাম আরও বলেছেন,
“ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমন হয় — আমি সব কিছু আমলে নিচ্ছি না।”
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...