17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ আখ্যা শাওনের

জনপ্রিয়
জুলাই অভ্যুত্থান-পরবর্তী মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার নির্ধারিত দিনের আগে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে আবারও বুলডোজার আনা হয়েছে। সোমবার দুপুর নাগাদ ট্রাকে করে দু’টি বুলডোজার সেখানে পৌঁছায়। ট্রাকের উপরে অবস্থান নিয়ে কয়েকজন তরুণ মাইকে স্লোগান দিচ্ছিলেন। তারা নিজেদের ‘রেড জুলাই’ নামের এক সংগঠনের কর্মী হিসেবে পরিচয় দেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিল্পী মেহের আফরোজ শাওন ব্যক্তিগত ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ধানমন্ডি ৩২-এর বিরুদ্ধে এমন পদক্ষেপ ভয় থেকেই আসে। তার ভাষায়, ‘এই বাড়ির ধূলিকণাও দেশের ইতিহাসের অংশ—এটাকে অস্বীকার করতে চাইলে সেটা রাজাকারের মানসিকতা ছাড়া আর কিছু নয়।’
এর আগে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর ঐতিহাসিক এ বাড়িতে ব্যাপক হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটে। ছয় মাস পরে, ৫ ফেব্রুয়ারি, ‘বুলডোজার মিছিল’ নামে ঘোষিত একটি কর্মসূচি থেকে বাড়িটির একটি বড় অংশ ভেঙে ফেলা হয়। হাজারো মানুষের উপস্থিতিতে রাতের দিকে ক্রেন ও এক্সক্যাভেটর ব্যবহার করে এ ভাঙার কাজ শুরু হয়। মাঝরাতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও জনতার তীব্র প্রতিক্রিয়ার মুখে দ্রুত সরে যায় তারা। কয়েক ঘণ্টার মধ্যে ভবনের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়।
এ অবস্থায় ৩২ নম্বরের নিরাপত্তা ব্যবস্থা এখনো কঠোর রয়েছে। রায়ের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই এলাকায় উত্তেজনা ও সতর্কতা উভয়ই বেড়েছে বলে স্থানীয়রা জানান।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...