17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

রায় প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ

জনপ্রিয়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষিত রায়কে অস্বীকার করেছে সরকারি নির্দেশে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে প্রকাশিত ভিডিও বার্তায় সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, “এ রায় জনগণ মেনে নেয়নি, নেবে না।”
ভিডিও বার্তায় তিনি অভিযোগ তোলেন যে, মামলাটি অস্বাভাবিক দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করা হয়েছে। তাঁর ভাষ্যে, ১৪ আগস্ট থেকে ১৭ নভেম্বরের মধ্যে মাত্র ২০ কার্যদিবসে বিচারকাজ সম্পন্ন হয়, যেখানে ৮৪ সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষ্য দেন। তিনি আরও দাবি করেন, মামলার প্রধান বিচারক প্রায় এক মাস অনুপস্থিত থাকার পরও ‘প্রতিশোধমূলক মনোভাব’ নিয়ে রায় ঘোষণা করা হয়েছে।
রায়ের প্রতিক্রিয়ায় নানক বলেন, “অচিরেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।”
কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলটির পক্ষ থেকে রায়ের প্রতিবাদে সারাদেশে সকাল-সন্ধ্যা শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...