হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল–১ এ হঠাৎ ধোঁয়া দেখা দেওয়ায় বিদেশগামী যাত্রীদের মাঝে স্বল্পসময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার বিকেল সোয়া তিনটার দিকে টার্মিনাল ভবনের দেয়ালের মধ্যবর্তী একটি স্থানে আগুনের উৎস শনাক্ত হয়।
বিমানবন্দর সূত্র জানায়, ঘটনাস্থলে থাকা যাত্রীরা ধোঁয়া দেখে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিস ইউনিটও সেখানে যোগ দেয়।
বেবিচক ফায়ার সার্ভিস বিভাগের ডেপুটি পরিচালক মো. রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,
“টার্মিনাল–১–এর বহির্গমন এলাকায় ছোট পরিসরে আগুন লাগে। কেউ আহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকেই ঘটনা ঘটতে পারে।”
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঠিক কোথায় ও কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।