26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

জনপ্রিয়
রাজধানীর পল্লবী এলাকায় যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সেকশন–১২-এর বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির ভেতরে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক রাত সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে জানান তিনি।
ঘটনা যেভাবে ঘটেছে
পুলিশ জানায়, মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত দোকানের ভেতরে ঢুকে কিবরিয়ার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
পুলিশের বক্তব্য
মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়ার খবর তারা পেয়েছেন। মৃত্যুর বিষয়টি তখন নিশ্চিত না হলেও তদন্ত শুরু হয়েছে। হত্যাকারীদের শনাক্তে কাজ চলছে, বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
এলাকায় উত্তেজনা
ঘটনার পর পল্লবী, মিরপুর ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...