22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

নিজাম হাজারীর বাগানবাড়িতে আগুন

জনপ্রিয়
ফেনী জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর মাস্টারপাড়া এলাকায় অবস্থিত বাগানবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
শেখ হাসিনার রায় ঘোষণার পর রাতেই অজ্ঞাতরা বাগানবাড়িতে হামলা চালায়। স্থানীয় সূত্র জানায়, বাড়ির গেট ও বাইরের দেয়ালে আগুন দেওয়া হয়। বাড়িটি আগেই ক্ষতিগ্রস্ত থাকায় ভেতরে উল্লেখযোগ্য কোনো স্থাপনা অবশিষ্ট ছিল না।
ফেনী মডেল থানার ওসি মো. শামসুজ্জামান বলেন—
“অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিস নিয়ে ঘটনাস্থলে পৌঁছি। বাড়ির গেটে সামান্য আগুন ছিল, ফায়ার সার্ভিস তা নিভিয়ে ফেলেছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”
ঘটনা পরবর্তীতে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...