22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ভাঙচুর

জনপ্রিয়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় ঘিরে কিশোরগঞ্জের মিঠামইনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে একদল লোক কামালপুর গ্রামে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র, তৈজসপত্রসহ বেশ কিছু জিনিসপত্র নষ্ট করে। ভাঙচুর করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আবদুল হামিদের ছবি। ঘটনাস্থলে তখন বাড়ির কোনো সদস্যই উপস্থিত ছিলেন না।
সাবেক রাষ্ট্রপতি বর্তমানে ঢাকায় আছেন। পরিবার জানিয়েছে, ৫ আগস্টের ঘটনার পর থেকেই পরিবারের অন্য সদস্যরা নিরাপত্তার কারণে আত্মগোপনে আছেন।
হামলার সময় মিঠামইন সদরে বিএনপি কর্মীরা রায় ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ মিছিল করছিল। তবে এ ঘটনার সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। তিনি বলেন,
“আমাদের মিছিল সন্ধ্যায় শেষ হয়েছে। পরে রাতের অন্ধকারে বিএনপির নাম ব্যবহার করে অন্য কেউ এ ঘটনা ঘটিয়েছে।”
সংবাদ পেয়ে মিঠামইন থানার ওসি আলমগীর কবীর ও সেনাবাহিনীর সদস্যরা রাতেই ঘটনাস্থলে যান। বাড়ির বিভিন্ন কক্ষের ভাঙচুরের আলামত সংগ্রহ করা হয়েছে। বাড়ির আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ওসি আলমগীর কবীর জানান,
“এখনো পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি, কাউকেও আটক করা হয়নি। সেনা সদস্যরা এলাকায় টহল দিচ্ছেন।”
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...