মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রমের মধ্যেই যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের হয়। ঘটনা ঘটে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলের নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু। এই মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের অনেকে অংশ নেন। বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করা মিছিলটি স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি করে।
মিছিল চলাকালীন সময়ে পুলিশ একটি টহল গাড়ি মিছিলের পেছনে চলতে দেখা যায়। বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, পুলিশ সদস্যরা যথাযথ পদক্ষেপ না নেওয়ায় দায়িত্বরত তিনজনকে ক্লোজড করা হয়েছে। তাদের মধ্যে একজন সাব-ইনস্পেক্টর ও দুই কনস্টেবল রয়েছেন। ক্লোজড করা পুলিশ সদস্যরা হলেন:
-
এস আই কামরুজ্জামান সিকদার
-
কনস্টেবল শফিকুল
-
কনস্টেবল বাদশা মিয়া

