কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানান।
সিএসসির সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম এই সম্মেলন আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে। সকালেই মূল আলোচনা শুরু হবে এবং মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠান শেষ হওয়ার কথা রয়েছে।
দিন শেষে ঢাকা ফেরার উদ্দেশে দিল্লি ত্যাগ করার পরিকল্পনা রয়েছে ড. খলিলুর রহমানের।