রাজধানীর বাড্ডা এলাকায় বসবাসরত সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত প্রায় ১২টার পর পরিচয়পত্রধারী গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বাসা থেকে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোহেল দৈনিক ভোরের কাগজের অনলাইন সংস্করণের প্রধান এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করে তাকে সঙ্গে নিয়ে যায়। এ সময় উপস্থিত আশরাফুল নামের এক পুলিশ সদস্য সোহেলের স্ত্রীকে আশ্বাস দেন যে ডিবি প্রধান তার সঙ্গে কথা বলতে চান; কথা বলা শেষ হলে সোহেলকে বাসায় ফেরত পাঠানো হবে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, “হ্যাঁ, তাকে আমাদের অফিসে আনা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।”
রাতের এই অভিযানে কেন একজন গণমাধ্যমকর্মীকে বাসা থেকে তুলে নেওয়া হলো—এ প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, তদন্তের স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।