18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

ফ্যাসিস্ট হাসিনার রায় ঘোষণার পর মিষ্টি বিতরণ করল দ্য রেড জুলাই কুড়িগ্রাম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’: একশোর বেশি লাশবাহী ফ্রি সেবা

এস এম মামুন, যশোর

মানবিক উদ্যোগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন করোনা যোদ্ধা ডা. মেহেদী হাসান। নিজস্ব অর্থায়নে কেনা অ্যাম্বুলেন্স নিয়ে তিনি যশোরের মনিরামপুরে চালু করেছেন ‘আমাদের অ্যাম্বুলেন্স’—যা পুরোপুরি মানবসেবায় নিবেদিত। ২০২৪ সালের জুন মাস থেকে এ পর্যন্ত মনিরামপুরের মৃত ব্যক্তিদের একশোর বেশি মৃতদেহ সম্পূর্ণ বিনামূল্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনে দিয়েছেন এই সেবা।
এর মধ্যে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৭ জন প্রবাসীর লাশ এবং খুলনা-যশোর-মনিরামপুরসহ আশপাশের অঞ্চল থেকে ৬৫টি মৃতদেহ বিনামূল্যে পরিবহন করা হয়েছে। পাশাপাশি নামমাত্র মূল্যে ৭০০–র বেশি রোগী অ্যাম্বুলেন্স সেবা পেয়েছেন।
কোভিড-১৯ মহামারির সময় ডা. মেহেদী হাসান শুধু মনিরামপুর নয়, সারাদেশে ২০ হাজার করোনা রোগীকে ফ্রি চিকিৎসা দিয়ে সুস্থ করেন। মানবিক সেবার স্বীকৃতি হিসেবে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার অফিস, আইইইবি এবং ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ থেকে সম্মাননা ও পুরস্কার লাভ করেন।
ডাঃ মেহেদী হাসান বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে(বিএসএমএমইউ) প্যালিয়েটিভ মেডিসিন বিভাগে কর্মরত রয়েছেন।

পরিবারগুলোর কৃতজ্ঞতা
মালয়েশিয়া প্রবাসী আব্দুল খালেকের লাশ ফেরত আনার পর তার শ্যালক রবিউল ইসলাম বলেন, “ধারদেনা করে লাশ আনলাম, কিন্তু মনিরামপুরে পৌঁছাতে এক টাকাও লাগেনি—‘আমাদের অ্যাম্বুলেন্স’ সেটা বিনামূল্যে করেছে।”
ধলিগাতির ইকবাল হোসেন জানান, “দেড় বছরের মেয়ের লাশ বিনামূল্যে বাড়ি পৌঁছে দিয়েছেন।”
কৃষ্ণবাটীর অসিত বৈরাগী ও শ্যামকুড় গ্রামের হারুনুর রশিদও একইভাবে ‘আমাদের অ্যাম্বুলেন্স’র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেবার সার্বিক ব্যয় বহন করছেন তারা

পরিচালক মো. শাহ্ জালাল জানান—

মনিরামপুরের ভেতরে রোগী পরিবহনে ভাড়া মাত্র ৩০০ টাকা

মনিরামপুর–যশোর ৬০০ টাকা

ঢাকা ৭,০০০ টাকা

খুলনা ২,০০০ টাকা
মৃতদেহ পরিবহনের ক্ষেত্রে মনিরামপুর বাসীর জন্য সম্পূর্ণ ফ্রি, এমনকি পদ্মাসেতুর টোলসহ অন্যান্য খরচও তারা বহন করেন।

প্রতিষ্ঠাতার স্বপ্ন
ডা. মেহেদী বলেন, “পারিবারিক অনুপ্রেরণা থেকেই মানবতার সেবায় এগিয়ে এসেছি। মানুষের সাড়া দেখে ‘আমাদের অ্যাম্বুলেন্স’ বহরে ফ্রিজিংসহ আরও তিনটি অ্যাম্বুলেন্স যুক্ত করার পরিকল্পনা রয়েছে।”
মানবতার এই অনন্য উদ্যোগ এখন মনিরামপুরবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...