16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

বিএনপির নির্বাচনি প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

জনপ্রিয়
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রার্থীদের নির্বাচনী প্রচারে তারেক রহমানের ছবি ও পোস্টার ব্যবহারের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, নির্বাচন আইন অনুযায়ী এটি স্পষ্টভাবেই বিধিবহির্ভূত।
বুধবার (১৯ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়কালে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এ অভিযোগ উত্থাপন করেন।
কোন অংশে আপত্তি?
মুসা জানান—
  • বিএনপির প্রধান বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার করলে এনসিপির কোনো আপত্তি নেই।
  • তবে মাঠপর্যায়ে দেখা যাচ্ছে, প্রার্থীরা খালেদা জিয়ার পরিবর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করছেন, যা নির্বাচনী বিধিমালার লঙ্ঘন।
তার ভাষায়, “বিধিমালা অনুযায়ী প্রার্থী কেবল নিজের ছবি, দলীয় প্রতীক এবং দলের প্রধানের ছবি ব্যবহার করতে পারেন। এই সীমার বাইরে যেকোনো ছবি প্রদর্শন করা অবৈধ।”
তিনি আরও বলেন, এনসিপি ইসিকে প্রশ্ন করেছে—“এই বিধান বিএনপির ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবেন কি না?”—কারণ ইসির বাস্তব সক্ষমতা নিয়ে সংশয় রয়েছে।
নতুন ভোটার প্রসঙ্গ
সভার অন্য আলোচনায় জহিরুল ইসলাম মুসা বলেন, নির্বাচন শুরুর আগে যারা ১৮ বছর পূর্ণ করবে, তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। বিশেষ করে আন্দোলনে অংশ নেওয়া বড় একটি জেনজি (Gen-Z) শ্রেণিকে ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...