16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

এই কি তবে বাকস্বাধীনতার বাস্তব চিত্র

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ঢাকা মহানগর পুলিশের (ডিবি) হেফাজতে প্রায় সাড়ে ১০ ঘণ্টা থাকার পর বাড়ি ফিরে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন দৈনিক ভোরের কাগজের অনলাইন বিভাগের প্রধান মিজানুর রহমান সোহেল। মঙ্গলবার (১৮ নভেম্বর) গভীর রাতে রাজধানীর বাড্ডার বাসা থেকে তাঁকে তুলে নেওয়ার পর বুধবার সকালে তিনি বাসায় ফেরেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন,
“আলহামদুলিল্লাহ। বিনা অপরাধে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ডিবি হেফাজতে থাকার পর তারা আমাকে স্বসম্মানে মাত্র বাসায় পৌঁছে দিয়েছে।”

সোহেল দাবি করেন, রাত ১২টার দিকে ডিবি প্রধান তাঁর সঙ্গে কথা বলবেন—এমন কথা বলে ৫–৬ জন ডিবি সদস্য তাঁকে বাসা থেকে জোর করে নিয়ে যায়। পরে ডিবি কার্যালয়ে তাঁকে “আসামি” হিসেবে খাতায় নাম লিখে জুতা–বেল্ট খুলে গারদে রাখা হয়।

তিনি জানান, আটক করার কারণ তাঁকে জানানো হয়নি। তাঁর ভাষায়,
“যারা আমাকে তুলে এনেছিলেন বা ডিবির উর্ধ্বতন কর্মকর্তারাও কিছু বলতে পারেননি।”

দীর্ঘ সময় পর তিনি নাকি বুঝতে পারেন, সরকারের একজন উপদেষ্টার ইশারায় ৯ জন ব্যবসায়ীর স্বার্থ রক্ষার উদ্দেশ্যে তাঁকে আটকে রাখা হয়েছে। সোহেলের অভিযোগ—এই ব্যবসায়ীদের মোবাইল ফোন বাজারে ‘মনোপলি’ তৈরি করে দেওয়া হচ্ছে এবং এরই প্রতিবাদে যে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল, তা বন্ধ করতেই তাঁকে আটক করা হয়।

তিনি জানান, মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের সংগঠন এমবিসিবি-র সংবাদ সম্মেলনে তিনি মিডিয়া পরামর্শক হিসেবে যুক্ত ছিলেন। তাঁর দাবি, সেই অনুষ্ঠানে যোগ দিতে না দেওয়ার জন্য ডিবি তাঁকে তুলে নেয়। একই সংগঠনের সেক্রেটারি আবু সাঈদ পিয়াসকেও ডিবি তুলে নিয়েছে বলে তিনি জানান।

সোহেল বলেন, এনইআইআর নীতিমালা দেশের মুক্ত বাণিজ্যের সঙ্গে সাংঘর্ষিক। তাঁর অভিযোগ, সারা দেশে প্রায় ২৫ হাজার মোবাইল ব্যবসায়ীর ক্ষতির বিনিময়ে মাত্র ৯ জন ব্যবসায়ীকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে, যাদের একজন সরকারের ওই উপদেষ্টার স্কুল–বন্ধু।

তিনি ফেসবুকে লেখেন—
“একটা ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললে সরকার কেন ভয় পায়? শুধুমাত্র প্রেস কনফারেন্স বন্ধ করতেই কি আমাকে গভীর রাতে জোর করে তুলে নিতে হলো?”

তিনি আরও বলেন, মুখে বাকস্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যায়।

আটকের খবর ছড়িয়ে পড়ার পর বহু মানুষ উদ্বেগ প্রকাশ করেন। সোহেলের দাবি, এই জনসমর্থনই তাঁর দ্রুত মুক্তির পেছনে ভূমিকা রেখেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...