16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

হত্যাচেষ্টা মামলায় সাবেক মেয়র তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

জনপ্রিয়

রাজধানীর চকবাজার থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক অভিযোগপত্রে স্বাক্ষর করেন। অভিযোগপত্রটি গ্রহণের বিষয়ে আগামী ৩ জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই হাসানুর রহমান গত ৩১ আগস্ট আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
চার্জশিটে উল্লেখযোগ্য আসামিদের নাম
অভিযোগপত্রে সাবেক মেয়র তাপস ছাড়াও আরো কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির নাম রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন—
  • সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম
  • ঢাকা–৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম
মামলার অভিযোগ: বিক্ষোভে হামলা ও গুলির ঘটনা
মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৫ আগস্ট বকশিবাজার আলিয়া মাদ্রাসা সংলগ্ন চৌরাস্তায় ছাত্র–জনতার একটি বিক্ষোভ মিছিল পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সরকারি দল–সমর্থিত লোকজন আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে উল্লেখ রয়েছে—পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি চালালে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সময় মামলার বাদী ফজলুর করিমের ওপরও হামলা হয় এবং তিনি আহত হন।
মামলা দায়ের
ঘটনার প্রায় দুই মাস পর, গত বছরের ২৬ অক্টোবর, আহত ফজলুর করিম বাদী হয়ে চকবাজার থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। এরপর দীর্ঘ তদন্ত শেষে পুলিশ মোট ৪০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...