রাজধানীর চকবাজার থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক অভিযোগপত্রে স্বাক্ষর করেন। অভিযোগপত্রটি গ্রহণের বিষয়ে আগামী ৩ জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই হাসানুর রহমান গত ৩১ আগস্ট আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
চার্জশিটে উল্লেখযোগ্য আসামিদের নাম
অভিযোগপত্রে সাবেক মেয়র তাপস ছাড়াও আরো কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির নাম রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন—
-
সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম
-
ঢাকা–৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম

