| Your Ads Here 100x100 |
|---|
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার থানাধীন ছিনাই ইউনিয়নের রামকান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার সহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করে রাজারহাট থানা পুলিশ।
গত মঙ্গলবার(১৮ নভেম্বর ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় রাজারহাট থানাধীন ছিনাই ইউনিয়নের রামকান্ত এলাকায় এলাকায় রাজারহাট থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১৩,০০০/- টাকাসহ উক্ত মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- রাজারহাট থানাধীন ছিনাই ইউনিয়নের রামকান্ত এলাকার শ্রী নিরঞ্জন রায় (৩৫)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজারহাট থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার সহ ১ জনকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

