16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

শর্ত ড. ইউনূস-আশিক চৌধুরী ছাড়া কেউ জানেন কি না সন্দেহ : মাসুদ কামাল

জনপ্রিয়
লালদিয়া ও পানগাঁও বন্দরের দায়িত্ব বিদেশি দুই প্রতিষ্ঠানের হাতে যাওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও নীতিগত বিতর্ক আরও তীব্র হচ্ছে। বিশেষ করে চুক্তি প্রক্রিয়া ও শর্তাবলি প্রকাশ না হওয়ায় তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। জ্যেষ্ঠ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন—চুক্তির শর্তগুলো এতটাই গোপনীয় যে “ড. ইউনূস ও আশিক চৌধুরী ছাড়া আর কেউ জানে কি না সন্দেহ।”
বুধবার প্রকাশিত নিজের ইউটিউব চ্যানেল ‘কথা’-র এক পর্বে এই মন্তব্য করেন তিনি।
বন্দর চুক্তি: কোন শর্তে, কত দিনের জন্য—প্রশ্নের কেন্দ্রবিন্দুতে অস্বচ্ছতা
মাসুদ কামালের দাবি, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি বন্দর ব্যবস্থাপনা চুক্তি এমন এক সময় করা হলো যখন বর্তমান সরকার “নির্বাচিত নয়” বলে বিতর্ক রয়েছে, ফলে তাদের এ ধরনের চুক্তি করার অধিকার বা প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন উঠছে। তার ভাষায়—
“একটা সরকার এসেছে ম্যান্ডেট ছাড়া… যাদের মেয়াদ ১৮ মাসও না। তারা ৩০ বছর ও ২২ বছরের চুক্তি করে গেছে—এটা কি গ্রহণযোগ্য?”
তার বক্তব্য অনুযায়ী—
  • চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনালের দায়িত্ব ডেনমার্কভিত্তিক APM Terminals পেয়েছে ৩০ বছরের জন্য।
  • পানগাঁও কন্টেইনার টার্মিনাল ২২ বছরের জন্য দেওয়া হয়েছে সুইজারল্যান্ডভিত্তিক Medlog-কে।
তিনি অভিযোগ করেন, চুক্তির সম্ভাব্য লাভ-ক্ষতি মূল্যায়নে বাংলাদেশের বিশেষজ্ঞদের সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই।
“আগের সরকারের গোপন চুক্তির মতোই নতুন অস্বচ্ছতা”—মনে করেন বিশ্লেষক
ভিডিওতে মাসুদ কামাল অতীত রাজনৈতিক প্রেক্ষাপটে গোপন চুক্তির প্রসঙ্গ টেনে বলেন—
আগের সরকার ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে অনেক কিছু প্রকাশ না করেই করত, যার বেশিরভাগই বিরোধী দলগুলো অতিরঞ্জিতভাবে প্রচার করত। তার মতে, “গোপন চুক্তির সংস্কৃতি নতুন নয়, কিন্তু তা নতুন মাত্রায় পৌঁছেছে।”
তিনি আরও বলেন—এক পর্যায়ে আগের সরকারের একজন উপদেষ্টা দাবি করেছিলেন ভারত-সংক্রান্ত “অনেকগুলো গোপন চুক্তি বাতিল” করেছেন; পরে পররাষ্ট্র উপদেষ্টা তা অস্বীকার করেন। এই প্রসঙ্গ টেনে তিনি শাসনব্যবস্থায় স্বচ্ছতার অভাবের ধারাবাহিকতা তুলে ধরেন।
চুক্তির সময় নির্বাচন-পূর্ব উত্তেজনার সাথে মিলে যাওয়ায় প্রশ্ন আরও তীব্র
মাসুদ কামালের দাবি, ১৭ নভেম্বর একটি উচ্চপ্রোফাইল বিচারিক সিদ্ধান্ত প্রকাশের দিনই বন্দর চুক্তি সম্পন্ন হয়। তার মতে—
“বড় রাজনৈতিক ঘটনার আড়ালে সরকার প্রায়ই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে, যাতে জনআলোচনা হ্রাস পায়।”
তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রতিদিন নতুন সংকটে ঘুরে দাঁড়ায়; এক ইস্যু আরেকটি ইস্যুকে আড়াল করে ফেলায় জনগণের মনোযোগ স্থায়ী হয় না। এই সুযোগে বড় অর্থনৈতিক সিদ্ধান্তগুলো যাচাই-বাছাই ছাড়াই এগিয়ে যায়।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...