ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা এই হামলা চালায় বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে প্রথম তথ্য প্রকাশ করেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দেওয়া হয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি লীগ।”
এ ঘটনায় তবে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ, ক্ষয়ক্ষতির বিবরণ বা আইনশৃঙ্খলা বাহিনীর মন্তব্য পাওয়া যায়নি।