রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী অঞ্চল।
হঠাৎ কম্পন শুরু হলে ঢাকার অনেক এলাকায় বসবাসকারী মানুষ আতঙ্কে ঘরবাড়ি থেকে দ্রুত বের হয়ে রাস্তায় ছুটে আসেন। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
এদিকে একই দিনে ভোরে পাকিস্তানেও ভূমিকম্প আঘাত হানে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দেশটির জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ১৩৫ কিলোমিটার গভীরে। দু’দেশে একই দিনে ভূমিকম্প হলেও এগুলো আলাদা ভূকম্পন ঘটনাই বলে মনে করা হচ্ছে।