16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য

জনপ্রিয়

সারা বিশ্বেই প্রায় প্রতিদিনই অসংখ্য ভূমিকম্প হচ্ছে—এর মধ্যে কিছু এত হালকা যে মানুষ টেরও পায় না, আবার কিছু ভূমিকম্প ধ্বংস ডেকে আনে। বাংলাদেশেও ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন। ভূমিকম্প সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে। প্রকৃতপক্ষে এই প্রাকৃতিক ঘটনাটির পেছনে রয়েছে বিস্ময়কর সব বৈজ্ঞানিক সত্য। এখানে তুলে ধরা হলো ভূমিকম্প সম্পর্কে ১২টি চমকপ্রদ তথ্য—

১. বছরে লাখো ভূমিকম্প, বড় মাত্রার ১৭টি
বিশ্বে প্রতি বছর গড়ে ১৭টি বড় ভূমিকম্প (মাত্রা ৭-এর উপরে) এবং একবার ঘটে ৮ মাত্রার ভূমিকম্প। তবে ছোট-বড় মিলিয়ে বছরে লাখ লাখ ভূমিকম্প হয়—অধিকাংশই মানুষ বুঝতে পারে না।

২. ভূমিকম্পে দিনের দৈর্ঘ্যও বদলে যেতে পারে
২০১১ সালে জাপানে আঘাত হানা ৮.৯ মাত্রার ভূমিকম্প পৃথিবীর ভর-বণ্টনে পরিবর্তন আনে। এর ফলে পৃথিবীর ঘূর্ণনগতিতে সামান্য পরিবর্তন হয়ে দিনের দৈর্ঘ্য কমে যায় ১.৮ মাইক্রোসেকেন্ড।

৩. সান ফ্রান্সিসকো ধীরে ধীরে এগোচ্ছে লস অ্যাঞ্জেলসের দিকে
সান অ্যানড্রেয়াস ফল্টের কারণে সান ফ্রান্সিসকো প্রতিবছর প্রায় দুই ইঞ্চি করে লস অ্যাঞ্জেলসের দিকে সরে যাচ্ছে। এই গতিতে কয়েক লাখ বছর পর দুই শহর এক জায়গায় মিলিত হবে।

৪. ভূমিকম্পের আগে স্থির পানিতে গন্ধ ও তাপমাত্রার পরিবর্তন
ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের কারণে ভূমিকম্পের আগে পুকুর-খালে দুর্গন্ধ ছড়াতে পারে এবং পানি কিছুটা উষ্ণও হতে পারে। পানি পরিবর্তন শনাক্ত করতে পারায় কিছু ব্যাঙ ভূমিকম্পের আগে অঞ্চল ছাড়ার ঘটনা রয়েছে।

৫. ভূমিকম্প শেষ হলেও পানিতে ঢেউ চলতে থাকে
ভূমিকম্পের পরও পুকুর বা সুইমিং পুলে দীর্ঘ সময় তরঙ্গ সৃষ্টি হতে পারে। ১৯৮৫ সালে মেক্সিকোর এক ভূমিকম্পে ২০০০ কিলোমিটার দূরের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের পুলের পানি ছিটকে বাইরে পড়ে যায়।

৬. ইনকা সভ্যতা ও জাপানি স্থাপত্য ভূমিকম্প-সহনশীল ছিল
ইনকা আমলের স্থাপত্য ও জাপানি প্যাগোডা তৈরি করা হতো এমনভাবে, যাতে বড় ভূমিকম্পেও সেগুলো ধসে না পড়ে। মাচু পিচুর ঘরগুলো ভূমিকম্প রোধে বিশেষ নকশায় তৈরি ছিল।

৭. পৃথিবীর ৯০% ভূমিকম্প ‘রিং অফ ফায়ার’-এ
যেসব স্থানে টেকটোনিক প্লেট সবচেয়ে সক্রিয়, সেই প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে ঘটে বিশ্বের ৯০% ভূমিকম্প।

৮. চিলির কনসেপসিওন শহর ১০ ফুট পশ্চিমে সরে যায়
২০১০ সালের ৮.৮ মাত্রার ভূমিকম্পে চিলির কনসেপসিওন শহর এক ধাক্কায় ১০ ফুট পশ্চিম দিকে সরিয়ে যায়—এত শক্তিশালী ছিল ভূমিকম্পের প্রভাব।

৯. এভারেস্টের উচ্চতা কমেও যায় ভূমিকম্পে
২০১৫ সালে নেপালের ৭.৮ মাত্রার ভূমিকম্পে হিমালয়ের উচ্চতায় পরিবর্তন আসে। মাউন্ট এভারেস্টের উচ্চতা কমে যায় প্রায় এক ইঞ্চি।

১০. বিভিন্ন সংস্কৃতিতে ভূমিকম্প নিয়ে রহস্যময় গল্প
জাপানি গল্পে ভূমিকম্প হয় ভূগর্ভে আটকে থাকা বিশাল ক্যাটফিশ নামাজু-র কারণে।
গ্রিক পৌরাণিক কাহিনীতে সমুদ্রের দেবতা পজিডনের আঘাতেই ভূমিকম্প।
হিন্দু পুরাণে বলা হয়, পৃথিবী দাঁড়িয়ে আছে হাতি–কচ্ছপ–সাপের ওপর; এদের নড়াচড়ায় ভূমিকম্প হয়।

১১. ভূমিকম্পের আগে প্রাণীরা বুঝে ফেলে বিপদ
২০০৪ সালের সুনামির আগে অনেক পশুপাখিকে উঁচু স্থানের দিকে ছুটে যেতে দেখা গেছে। বিশেষজ্ঞদের ধারণা, প্রাণীরা আগে থেকেই ভূকম্পনের ক্ষুদ্র তরঙ্গ টের পায়।

১২. ভূমিকম্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রথম দেন একজন ব্রিটিশ প্রকৌশলী
১৮শ শতাব্দীর প্রথম দিকে ব্রিটেনের প্রকৌশলী জন মাইকেল ভূ-পৃষ্ঠের গভীরে শিলাখণ্ডের স্থান পরিবর্তনকে ভূমিকম্পের মূল কারণ বলে ব্যাখ্যা করেন। তাঁকেই ভূকম্পনবিদ্যার অন্যতম জনক মনে করা হয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...